,

Pages

Tuesday, January 26, 2016

সকল শিক্ষকদের এডভান্স আইসিটি কোর্স সম্পূর্ণ বিনামূল্য করাবে বাংলাদেশ সরকার। আবেদন করার প্রক্রিয়া দেখে নিন।

বিসমিল্লাহির রহমানির রাহিম
বর্তমান সরকার সারাদেশের শিক্ষকদের এডভান্স আইসিটি কোর্স সম্পূর্ণ বিনামূল্য করানোর সিদ্ধান্ত নিয়েছেন। এরই লক্ষ্যে সারাদেশ থেকে আবেদন অনলাইনে গ্রহণ করা হচ্ছে। আবেদনের শেষ সময় ৭ জানুয়ারী ২০১৬। সর্বমোট ১০০০ জনকে এই সুযোগ দেওয়া হবে। প্রত্যেক উপজেলা থেকে প্রাথমিকভাবে ৮ জন ও তাদের থেকে ২ জন কে চূড়ান্ত ভাবে মনোনয়ন দেওয়া হবে। এই ৮ জনকে নির্বাচন করা হবে আবেদনের সময় প্রাপ্ত ফলফলের ভিত্তি। এই কোর্সেটি সম্পন্ন করতে সময় লাগবে ৪০ দিন। দৈনিক ভাতা প্রদান করা হবে কোর্স চলাকালীন সময়ে।


Course Description: The Course has five parts
1. Programming Language C 10 working days
2. Graphic Design 10 working days
3. Web Design 10 working days
4. Mobile Apps Development 8 working days
5. Freelancing and Outsourcing 2 working days

No comments:

Post a Comment