,

Pages

Friday, April 1, 2016

IP কী?

আইপি মানে হল ইন্টারনেট প্রোটোকল (Internet Protocol). এটা একধরণের প্রটোকল যার মাধ্যমে সমস্ত ইন্টারনেট ব্যবস্থা পরিচালিত হয়। আইপি বা এর মত কয়েকটি প্রটোকল নিয়ে এপ্লিকেশান লেয়ার তৈরী হয়। HTTP, TCP, FTP ইত্যাদি হল বিভিন্ন ধরণের এপ্লিকেশান লেয়ার যা আসলে আইপি এর উপর নির্ভর করে চলে।


আইপি প্রটোকল নির্ধারণ করে কিভাবে সোর্স আর উৎসের মাঝে ডাটা প্যাকেট আদান প্রদান হয়। অর্থাৎ আইপি হল অ্যাড্রেস নির্ধারণের কৌশল, আর আইপি অ্যাড্রেস হল ইন্টারনেটের অধীনে বিভিন্ন ডিভাইস অ্যাক্সেস করার ঠিকানা।
অনেকে আইপি মানে আইপি অ্যাড্রেসকে বুঝিয়ে থাকেন যা সম্পুর্ণ ভুল। কার্যপদ্ধতির দিক দিয়ে এরা আলাদা যদিও এরা পরষ্পরের সাথে সম্পর্কযুক্ত।

No comments:

Post a Comment