,

Pages

Friday, April 1, 2016

অ্যান্ড্রোয়েড কী?

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যানড্রয়েড (Android)।  অ্যানড্রয়েড ডেভেলপ করেছে ইন্টারনেট জায়ান্ট গুগল। মটোরোলা ড্রইড,স্যামসাং গ্যালাক্সী,গুগলের নেক্সাস ওয়ান সহ বিভিন্ন জনপ্রিয় স্মার্টফোন অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম ওপেন লিনাক্স কার্নেল এর উপর ভিত্তি করে তৈরী করা হয়েছে। অ্যানড্রয়েড হচ্ছে ওপেনসোর্স যার মানে ডেভেলপাররা অ্যানড্রয়েডকে তাদের ইচ্ছে মত পরির্বতন এবং পরির্বধন করতে পারে।

এজন্যই অ্যানড্রয়েড চালিত বিভিন্ন ফোনের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বিভিন্ন হয়। অ্যানড্রয়েডে কিছু বিল্ট-ইন অ্যাপ্লিকেশান থাকে পাশাপাশি এটি থার্ড পার্টি প্রোগ্রাম ও সাপোর্ট করে। ডেভেলপাররা অ্যানড্রয়েড “সফটওয়্যার ডেভেলপার কিট” সংক্ষেপে SDK ব্যবহার করে অ্যানড্রয়েড এর জন্য প্রোগ্রাম তৈরী করতে পারে। অ্যানড্রয়েড সাধারনত জাভা লাঙ্গুয়েজ দ্বারা লেখা হয়।বিভিন্ন অ্যানড্রয়েড অ্যাপ্লিকেশান ডাউনলোড করার জন্য রয়েছে “অনলাইন অ্যানড্রয়েড মার্কেট”। অ্যানড্রয়েড নামটি এসেছে “অ্যানড্রয়েড” নামক একটি রোবট এর নাম থাকে যা দেখতে শুনতে মানুষের মত।

No comments:

Post a Comment