,

Pages

Friday, April 1, 2016

Captcha কী?

“ Captcha” শব্দের পূর্ণরূপ হচ্ছে “Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart”। সাধারণত অনলাইন ফর্মের নিচের দিকে একটি বিকৃত ছবি তে কত গুলো বর্ণ বা অংক(১,২,৩,৪……৯) দিয়ে সেগুলোকে প্রবেশ করানোর জন্য বলা হয়। এটাই হচ্ছে ক্যাপচা ।

এটা দেখে অনেক সময় আমরা বিরক্ত হই। তাই আসুন জেনে নেয়া যাক ক্যাপচার কাজ কি? ক্যাপচা হচ্ছে একধরনের কম্পিউটার প্রোগ্রাম যা যাচাই করে , ফর্মে বা সার্ভার কম্পিউটারকে যে তথ্য দেয়া হয়েছে তা কি কোন মানুষ ইনপুট করেছে নাকি কোন কম্পিউটার ইনপুট করেছে। ক্যাপচাতে বর্ণ বা অংকগুলো কখনো ঢেউ খেলানো কখনো বা খুবই অবিন্যস্ত যা অন্য কম্পিউটার বা অটোমেটেড প্রোগ্রাম ডিকোড করতে পারেনা। কখনও কখনও বর্ণ বা অংক গুলো এত অবিন্যস্ত থাকে যে মানুষের পক্ষেও তা পড়া অসম্ভব হয়ে পড়ে। তাই ওয়েবসাইট গুলোতে ক্যাপচা পরির্বতনের সুযোগ থাকে। অনেক সাইটে অডিও ভয়েসও থাকে। ক্যাপচা “automated program” ও “bots” প্রতিরোধ করে এর ফলে ওয়েবসাইট ফর্মে কোন স্পাম অনুপ্রবেশ করতে পারেনা। এছাড়া ইউজার যাতে ঘনঘন সাইটে প্রবেশ করে সার্ভার bogdown না করতে পারে সে জন্যও ক্যাপচা ব্যবহার করা হয়। “Captcha” শব্দটি এসেছে capture শব্দ থেকে, যেহেতু এটি মানুষের উপস্স্থিতি গ্রহণ করে। আশা করি এ লেখা পড়ার পর ক্যাপচার উপর আর কোন বিরক্তি থাকবে না।

No comments:

Post a Comment