,

Pages

Friday, April 1, 2016

www কী?

ডব্লিউডব্লিউডব্লিউ বা থ্রীডব্লিউ(3W) এর পূর্ণরূপ হল “ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব”। সাধারণত অনেকেই ভুলবশত একে ইন্টারনেট বলে মনে করে, তবে তা ঠিক নয়।

ওয়েব হল কতগুলো পেজের সমন্বিত রূপ যেটাতে ওয়েব ব্রাউজারের মাধ্যমে প্রবেশ করা যায়। একজন ইউজারের কম্পিউটারে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল(HTTP)-র মাধ্যমে ওয়েব পেজগুলো পাঠানো হয়। সব ওয়েব পেজ-ই হাইপারটেক্সট মার্ক আপ(HTML) ল্যাংগুয়েজের মাধ্যমে লিখা হয়, যেগুলো HTTP-এর সাথে যুক্ত থেকে একত্রে কাজ করে। সবধরণের নেটওয়ার্কের মধ্যে ইন্টারনেটই হল একমাত্র জায়গা যেখানে সবধরণের তথ্য পাওয়া যায়। টেলনেট(TELnet), এফটিপি, ইন্টাননেট গেমিং, ইন্টারনেট রিলে চ্যাট(IRC), ই-মেইল সবগুলিই ইন্টারনেটের অংশ, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের নয়।

No comments:

Post a Comment