,

Pages

Sunday, April 24, 2016

জেনে নিন Microsoft Power Point অজানা কিছু তথ্য

Microsoft Power Point কি ?

index জেনে নিন Microsoft Power Point অজানা কিছু তথ্যMS Ofice এর গুরুত্ব পূর্ণ অংশ হল Microsoft Power point । একে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বলা হয়। প্রেজেন্টেশন কথার অর্থ হল উপস্থাপন করা। কোন বিষয় সম্বন্ধে বিভিন্ন তথ্যকে উপস্থাপন করার পদ্ধতিকে Presentation বলে। যেমন- বিভিন্ন আলোচনা চক্র, বিভিন্ন প্রদর্শনী, সভাসমিতি কনফারেন্স সেমিনার ইত্যাদি জায়গার কোন বিষয় বস্তুর উপর বক্তা তার মতামত দর্শক ও শ্রোতাদের কাছে উপস্থাপন করে থাকেন। কিন্তু বক্তার অনুপস্থিতে দর্শক ও শ্রোতারদের মনোযোগ ও দৃষ্টি আকর্ষণ করার
জন্য বক্তা তার বিষয় বস্তুতে বিভিন্ন লেখা, ছবি, সাউন্ড, গ্রাফ ইত্যাদি ব্যবহার করেন। তারপর Projector এর মাধ্যমে সেগুলি দর্শকের সামনে তুলে ধরেন।  আর এই সমস্ত কাজ পাওয়ার পয়েন্টে সহজে করা যায়। এছারা এরকম অনেক কাজ পাওয়ার পয়েন্টে করা যায়।
বর্তমান বাজারে পাওয়ার পয়েন্টের চাহিদা অনেক রয়েছে। আপনার যারা পাওয়ার পয়েন্ট জানেন না তার কাজটি শিখে নিন আশা রাখি বেকার থাকলে পকেট মানি চালানোর মতো বাজারে কাজ পাবেন। কিংবা আমাদের কম্পিউটার জগত সাইটে পরবর্তী পোস্ট গুলো চোখ রাখুন আশা করি শিখতে পারবেন।

পাওয়ার পয়েন্টের সাহায্যে কি কি কাজ করতে পারবেন?

  • একটি সম্পূর্ণ উপস্থাপনা (Presentation ) করা যায়।
  • বিষয়গুলি আলাদা আলাদা স্লাইড ( Slide )  এ লেখা যায়।
  • স্লাইড এর প্রয়োজন অনুযায়ী বিভিন্ন Design (ডিজাইন) দেওয়া যায়।
  • স্লাইডে চ্যাট, গ্রাফ, ছবি, সাউন্ড ব্যবহার করা যায়।
  • স্লাইড গুলি একত্রে একটি ফাইলে (File) এ store করা যায়।
  • স্লাইড গুলি প্রয়োজনে প্রিন্ট দেওয়া যায়।
  • Presentation টিকে Internet এর মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো যায়।
  • Slide  গুলি প্রয়োজনে Edit বা Delete করা যায়।
  • Projector এর সাহায্যে slide show করিয়ে কোন বিষয় উপস্থাপন করা যায়।
বন্ধুরা, এখন এ পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ।

No comments:

Post a Comment